ytutyu
Ambassador Mr. Ashud Ahmed, a career diplomat, obtained his Master’s degree with Honours in International Relations from the University of Dhaka. He participated in different important trainings and seminars both at home and abroad including taking part in the Transnational Security Cooperation workshop at the Asia Pacific Centre for Security Studies (APCSS), Honolulu, Hawaii, USA in the year 2013. Prior to his appointment as Ambassador of Bangladesh to the Hellenic Republic and as non-resident Ambassador of Bangladesh to Albania and Malta, he served as Bangladesh Ambassador to the State of Qatar. He also worked as Director General of Administration, East Asia and Pacific and South-East Asia Wings at the Ministry of Foreign Affairs.
Mr. Ashud Ahmed joined Bangladesh Civil Service Foreign Affairs Cadre in 1994. He served at different political desks at the Ministry of Foreign Affairs as well as Bangladesh Missions abroad. In Bangladesh Missions abroad he served as Consul General of Bangladesh in Hong Kong, Deputy Chief of Mission in Brussels, Counsellor in Colombo and First Secretary in New York. He served in the Ministry as Deputy Chief of Protocol and Director of Europe Wing and as Assistant Secretary at Protocol and International Organizations Wings.
Mr. Ashud Ahmed was awarded ‘Al Wajbah Decoration’ by His Highness the Amir of the State of Qatar Sheikh Tamim bin Hamad al-Thani in recognition of Mr. Ahmed’s role in enhancing relations between Qatar and Bangladesh.
Mr. Ashud Ahmed is married to Rebeka Sultana. They are blessed with two sons.
পেশাদার কূটনীতিক, রাষ্ট্রদূত আসুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলুস্থ এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ (এপিসিএসএস)- এ ট্রান্সন্যাশনাল সিকিউরিটি কোঅপারেশন কর্মশালায় অংশগ্রহণসহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ এবং সেমিনারে অংশ নেন। গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আলবেনিয়া ও মাল্টায় বাংলাদেশের অনিবাসী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের পূর্বে তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি প্রশাসন, পূর্ব এশিয়া ও প্রশান্ত এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
জনাব আসুদ আহমেদ ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে যোগ দেন। চাকুরী জীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন রাজনৈতিক ডেস্ক এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন। তিনি হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল, ব্রাসেল্সে মিশন উপ-প্রধান, কলম্বোয় কাউন্সেলর এবং নিউইয়র্কে প্রথম সচিবের দায়িত্ব পালন করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেপুটি চীফ অব প্রটোকল, ইউরোপ উইংয়ের পরিচালক এবং রাষ্ট্রাচার ও আন্তর্জাতিক সংস্থাসমূহ অনুবিভাগের সহকারি সচিব হিসেবেও কাজ করেন।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আসুদ আহমদকে কাতারের রাষ্ট্রীয় বিশেষ সম্মাননা ‘আলওয়াজবা পদকে’ ভূষিত করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।
জনাব আসুদ আহমেদ বিবাহিত। তিনি এবং তাঁর স্ত্রী মিসেস রেবেকা সুলতানার দুই পুত্র সন্তান আছে।
