হারমোনিয়াম নিয়ে টিয়া গান গাইছে। আগষ্ট মাস আসলে গানের ধরন অন্যরকম হয়। মুজিবর রহমানকে নিয়ে গান, দেশের গান। টিয়ার বাবা মনযোগ দিয়ে মেয়ের গান শোনে। আর ফিরে যায় সেইদিনগুলোতে। মেয়ের অনুষ্ঠানে যেতে পারে না। রাত হয়ে যায় তাই। উনার একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া অভ্যাস।
তিনি মেয়ের গান শুনে বললেন “মা, ঐ গানটা একটু শাড়ী তো? “
কোনটা বাবা?
ঐ যে “রাত পোহালে যদি দেখি …”
মেয়ে বাবার ইচ্ছে মতো গান গাইলো। আর খেয়াল করলো বাবার চোখ থেকে শ্রাবণধারা বইছে। এ সময় কিছু বললে বা জানতে চাইলে আরো আবেগপ্লুত হবে। তাই কিছু জানতে চাইলো না।
কিন্তু ওর বাবা সেদিন ঘুমাতে পারেনি। এই দেশ তার প্রাণের চেয়ে প্রিয়। দেশের জন্য কত মানুষের ত্যাগ। বঙ্গবন্ধুর মতো এমন নিবেদিত এক নেতাকে হারিয়েছে।
সাথে মনে পড়লো তার একমাত্র বোনের কথা। যুদ্ধের সময় পাকবাহিনীর লোলুপ দৃষ্টির শিকার হয়েছিল। নিজের সম্ভ্রম হারিয়ে পরদিন সকালে আমগাছে কাপড় পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে নিজের জীবন দিয়েছিল। দেশের জন্য তিনি ও শহীদ হয়েছিলেন।