নি:শব্দ কামানে তুমি একা বসে ভরছো বারুদ।
শীতকাল গেল;
নি:শব্দ কামানে তুমি একা কেন
ভরছো বারুদ?
আমি ভাবছি:
মেগাস্থিনিসের হাসিও কি মেগাস্থিনিস?
শক্তিচালিত এই তামাশার মধ্যে বহু
বাদামি ঘোটক উড়ে যায়
–এঞ্জিনের শব্দ আর রোবটের কাশি শোনা যায়।
নি:শব্দ কামানে তুমি এখনো কি ভরছো বারুদ?
// ঢাকা