গোলাপের ফুটে ওঠা যতোটা গম্ভীর উত্তর, ততোটা দর্শনে নয়।
দৃশ্যের ভেতরে কতোটা হেলে পড়েছি, এ প্রশ্নও আজ অবান্তর। একটা ক্রিমসন আলো দেখে এগোতে
এগোতে, সমন্বিত বহুতল ঋজুতম লক্ষ্যই ভুলে যেতে বসেছি।
কাল যতোটা রোদ, আজ সমূহ হাহাকার; পাঁচিলঘেরা অনুন্নত অথচ অন্ধকার!
গ্রীবা থেকে খুলে নিয়ে গেছে কারা দগদগে সন্ধ্যা, ধুলোয় মিশিয়ে দিয়েছে ফুটে ওঠার মুহূর্তটুকু …