নীলু,
আমার ঘর তোমার বাড়ি
না বলতে পারি?
বসে থাকো প্রিয়জন
একান্ত আপন যেভাবে
ঘাড়ের উপর আলতো হাত রেখে বসে
অথবা আঁচলে নাকের ঘাম মুছে
পাশ থেকে যেভাবে তাকায়
দৃষ্টি তার চোখের ভেতর
সেভাবে তাকাও প্রিয়
আমি বসে থাকি যেখানে যেমন।
ধরে নাও আমি নেই ঘাড় আছে
পুকুর বন্ধ পাড় আছে
পাখি ডাকে ডালের ভেতর থেকে
তুমি সুমধুর শব্দ পাও পাখির গানের
সুর পেলে গায়কের প্রয়োজন কবে ছিলো?
মান্না দে চিরকাল মনের মানুষ।
আমি আছি পথের পাশে চায়ের টংঘরে
এই কথা জেনে তুমি ভালোবাসা
অন্তরে গচ্ছিত রেখো
আমি এসে ধীরে ধীরে খুলে নিয়ে যাবো।
সুঘ্রাণ ও প্রেম , অথবা তরুলতা ফুল
নিজেই নিজেকে বিস্তার করে
তোমার মনের কুসুম চিনি,বুকের ঘ্রাণ চিনি
কবিতা ক্যাফেতে বসে অন্য মেয়ে দেখে বুঝি
তোমার তুল্য কেউ হতে পারে নি।
কোথায় রয়েছো প্রিয়জন
যাত্রায় ভজন গান কখনো চলে না
তুমি নেই ঘর আছে তবু মধুময়
পত্র দিলাম
উত্তরে তুমি ঠিকানাটা দিও।
//ভাস্কর চৌধুরী, ঢাকা