বেদনার ডুবোচরে // আনোয়ার কামাল

বেদনার ডুবোচরে // আনোয়ার কামাল

নদী তুমি সরে যাও

নিরবধি বয়ে যাও

 

কেবলি যে মায়াময়

বেদনার জ্বালা হয়

 

কান্নার সুর থেকে

ভেসে আসে ধ্বনি।

 

দুঃখের ভেলা হও

সুখগুলো শুষে নাও

 

কেন তবে ভেসে যায়

পাল তোলা তরী

 

বেদনার ডুবোচরে

লাজে মরি মরি।

ঢাকা