ফিরে যাই ঘন অরণ্যে // সুবীর কাস্মীর পেরেরা

যে জীবন শরনার্থীর! (আমার মায়ের স্মৃতির পাতা থেকে ১৯৭১) // সুজয় সরকার
May 4, 2018
Independence and National Day Reception-2012
August 28, 2018

ফিরে যাই ঘন অরণ্যে // সুবীর কাস্মীর পেরেরা

ফুলের সৌরভে শিশিরে সকাল;
কবি ভাবে, এই জন্ম ঘন অরণ্যের,
পাখির কলতান, বিস্তীর্ণ ফসলের মাঠ
জোড়া শালিকের অদম্য বাসনা
ভাগ্যের চাকা ঘুরে ভবঘুরে কবিতার।

গৃহত্যাগী কবি, অজানার পথে, একাকী নিরুদ্দেশ,
হাতছানি দেয় পিচঢালা পথ, জনারণ্য নগর,
কালোধোঁয়ার নিকোটিন মেশানো ঘ্রাণ
শ্বাস নালিতে নিঃশ্বাসের দেয়াল
কবিকে করে উন্মাদ, মাতাল ভবে।

ক্ষয়ে যাওয়া মানবের অমানবিক জীবন,
ডাস্টবিনের রান্না ঘরে কুকুরের সাথে সহবাস!
পলিথিনে মোড়ানো পাপিষ্ঠের ফসল,
নিস্তব্ধ নিশিতে রক্তের হোলি খেলা,
টাকার বিছানায় প্রাণহীন মানুষ,
অজানার পথে ছুটে চলা মানুষের
বৃথা ক্রন্দনে একুশ শতকের পাগলা ঘড়ি।

আকাশহীন এই শহরে অরণ্যের কবি,
কলমকে দেয়  নির্বাসন আধুনিক বসনে।
রাতের মাদকতায় ইশারায় ডাকে
ফিরে আসা এক চিলতে সকাল,
জীবন সায়াহ্নে কবি ভাবে-
যাবে চলে প্রাণের স্পন্দনে
সবুজ ঘন অরণ্যে।

  • মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র