আসাদ আলম সিয়াম
দেয়ালে সব নীরব নারীর সমাবেশ
ক্যামেরা আসবেনা বলে
আসেনি কেউ,
এমনকি তরুন শিল্পীর দলও
একটা ছবি, লাফিয়ে উঠলো হঠাৎ
আর সেই মুহূর্তে আর্তনাদ করে
নীরবতা খান খান হয়ে
ছড়িয়ে পড়লো মেঝেয় –
তার দু’একটা টুকরো বুকপকেটে নিয়ে
বাড়িও ফিরলাম আমি একাই।
ফিলিপিন্স