প্রধান সম্পাদকের কলম থেকে

প্রধান সম্পাদকের কলম থেকে

 

প্রবাসে জীবন-জীবিকার প্রয়োজনে ব্যস্ততা একটি বাস্তবতা। এখানে প্রত্যেক প্রবাসী উদয়াস্ত পরিশ্রম করেন নিজেদের ছোটো বড় স্বপ্নকে জীবনের সীমানায় স্থাপন করতে। প্রবাসীরা নিজ দেশ থেকে দূরে থাকলেও তাঁরা নিয়ত বাংলাদেশকে অন্তরে ধারণ করেন। তাই শত ব্যস্ততার মধ্যেও লালন করেন আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, চর্চা করেন সংস্কৃতির নানা দিক। এরই প্রতিফলন ঘটে তাঁদের সাহিত্য চর্চায়। আমাদের দেশের অনেক মেধাবী, প্রতিভাবান সাহিত্যিক আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। প্রবাসীরা প্রতিনিয়ত সে সমৃদ্ধ সাহিত্যের স্বাদ নেয়ার চেষ্টা করেন। সেই সাথে নিজেরাও চেষ্টা করেন সাহিত্যের অঙ্গঁনে নিজেদের অবদান রাখতে।

আমাদের দূতাবাস ‘প্রবাসী সাহিত্য আসর’ -এর মধ্য দিয়ে প্রবাসে সাহিত্য-মোদীদের একটা প্ল্যাটফর্ম তৈরীর চেষ্টা করবে। সেইসাথে বাংলাদেশের সৃষ্টিশীল মানুষের রচনার সাথেও আমরা যুক্ত থাকতে চাই। প্রবাস এবং দেশ মিলে এখানে একাকার হয়ে যাবে, একটা সাহিত্য মিলন মেলার উৎসবে মেতে উঠতে চাই আমরা এই আসরের মধ্য দিয়ে।

এই উদ্যোগে লেখক এবং সেই সাথে দেশে-প্রবাসে পাঠকরা সাড়া দেবেন, এই আমাদের প্রত্যাশা।

শুভেচ্ছা, শুভ কামনায়।

মোঃ জসীম উদ্দিন
রাষ্ট্রদূত
বাংলাদেশ দূতাবাস, এথেন্স, গ্রীস
(রিপাবলিক অব মাল্টা এবং রিপাবলিক অব আর্মেনিয়ায় সমবর্তী দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত)