~~~~~~~~~~~~~
মানুষ, কী অপরূপ! মুখ ভালোবাসে। ভাবতে ভাবতে চোখের নিচে গাঢ়
ছায়াদেশ; জলপূর্ণ বেসিনে ধুয়ে নিচ্ছে নীলিমা। সূর্যকমলা শাড়ীতে জড়িয়ে
নিচ্ছে পাহাড়, প্রবাস থেকে যেন কেউ ফিরবে। আজন্ম জড়িয়ে ধরবে সারাটা
বিকেল। উষ্ণ বুকের ঘাম ঢলে পড়বে নাভিতে; প্রবাসের আঙুল ডোবাবে সন্ধ্যা।
.
শরীর ভাঙবে উপোস, উজাড় করবে মন। আজ তারাদের হয়রানি, ঈর্ষায় জ্বলে
পুড়ে মরা। সারারাত বোঝাপড়া হবে —এই স্মৃতি থেকে যতটা সম্ভব মুছে যাওয়া।