নীলাম্বর কাব্য // তুহিন আফরোজ লাকী

কষ্টের কষ্ট // ওবাইদুল হক
May 3, 2018
লিটন মুহম্মদ
May 3, 2018

নীলাম্বর কাব্য // তুহিন আফরোজ লাকী

একি!

এতদিন পরে বুকের ভেতরে

হিম হয়ে যাওয়া মাটি হতে

পুঁড়ে ভম্মীভূত হওয়ার গন্ধ বেরোল কেন !

নির্লিপ্ত আমার এ আত্মা হতে

বুলেটের মতন আর্তিগুলো

কোথায় বেরিয়ে যাচ্ছে!

 

অবাধ্য প্রেম একদিন এসেছিল জীবনে !

পরম মমতায় ভিজিয়েছিল একদিন

এ মনের ভিটে-মাটি !

সে তো সে—ই কবেকার কথা!!

তারপর……………

তারপর কেটে গ্যাছে কতশত বসন্ত !

কতশত বিনিদ্র রজনী……

কতশত পূর্ণিমা রাত……

আর আমার জেগে থাকা

একলা প্রহর !!

নীলাম্বর !!

হয়তো আমার স্মৃতির পুটলিতে

তোমার একটা স্মৃতি রয়েই গেছিল !

আজ সেটাকেই পুঁড়িয়ে নিশ্চিহ্ন করছে হৃদয় !!