মদ খেয়েছি,
ক’ পেগ জানিনা।
অদ্ভুত চন্দ্ররাত্রির রস থেকে,
জোসনায় ধোয়া হলুদ ঢেউ থেকে
গ্লাসের মধ্যে রূপচান্দার মতো
বরফ ঘাই দিয়ে উঠলো।
তুমি আমার ঠোঁটে তুলে বললে,
একসাথে বাঁচবো,একসাথে,,,
বিষ মেশানো মদ খেতে খেতে
ঢলে পড়তে পড়তে বললাম,
পারলে?