মেয়েটি বাইপাস রাস্তা ধরে হাইওয়ের দিকে দৌড়াচ্ছিলো
পরনে কালো বোরকা ছিলো
ঠোঁটে সিঁধূরের মতো লাল লিপিস্টিক ছিলো
মুখে যাত্রার পার্শ্ব নায়িকার মতো মেকাপ ছিলো
মেয়েটি বাস ধরার জন্য দৌড়াচ্ছিলো।
বাসটি বাইপাস রাস্তার মুখে একটু দাঁড়িয়েই
আবার ছুটে যাচ্ছিলো
মেয়েটি বাসটি ধরতে না পারার লজ্জায় এক মুষ্ঠি হেসেছিলো
হাসির ভিতর আসমান সমান বেদনা ছিলো।
বাসটি স্ট্যান্ডে পৌঁছুলে
একটি ছেলে বাসের ভিতর তন্নতন্ন করে খুঁজছিলো
মেয়েটির ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিলো
তখন ফাল্গুনের আকাশ অন্ধকার করে
অবাঞ্চিত বৃষ্টি নেমেছিলো।
মেয়েটি বৃষ্টিতে কাজল ধুতে ধুতে বাড়ি ফিরেছিলো।
মাটি দিয়ে তৈরি পুতুলগুলোর ভেতর ফুঁকে ফুঁকে প্রাণ দিই
নিজের প্রাণ একটু একটু ক্ষয়ে
নিয়ত মিশে যায় পুতুলের প্রাণে।
তাকিয়ে দেখি আমার প্রাণের বিস্তরণে ছেয়ে যায় পৃথিবী।
একদিন আমি পুতুলগুলোর ভেতর
ইচ্ছেমতো বেজে উঠবো।