আমরা যারা
সাত গাঁটি চাকু নিয়ে পথে নেমেছিলাম
রেখেছিলাম লম্বা চুল
দেখো
তোমার নিকটে এসে
তারা কতো সুবোধ হয়েছি…
আমরা যারা
আফালি বাতাসে
লালঝা-া হাতে নিয়ে বাড়ি ছেড়েছিলাম
দেখো
তোমার বন্দনা গীতি গেয়ে গেয়ে
তারা কতো সংসারী হয়েছি…
বয়স হয়েছে ঢের
লোকে বলে বৈদেশী লোক
জন্মদিনে মনে পড়ে ঘর ছাড়া মানুষের মুখ।