গন্তব্য উদ্দেশ্যহীন,
বিস্বাদ জীবন তুমি বিহীন!
নির্ঘুম রাত, স্বপ্ন নাই,
পথহীন আমি কোথা যাই!
কতো প্রেম, কতো উষ্ণতা,
তবুও আমায় ঘিরে সব নিরবতা;
প্রাচীন-অর্বাচীন সবই আছে
শুধু তুমিই থেকেও নাই,
তাই আমি পথহীন-
গন্তব্য আমার উদ্দেশ্যহীন!