ক্লান্তির শেষ নেই
দুঃখ ভাসিয়েছি কালের বিবর্তনে
তাইতো এখন আর স্বপ্ন নেই।
কতোকাল জেগে আছি দুঃখ বিলাসী।
প্রতিবার ই একটা নতুন রাত আসে
বিক্ষিপ্ত অবসন্নতা নিয়ে
রাত শেষে ক্লান্তি জমে উঠে
শিউলির ঠোটে।
শেষমেষ তোমার কাছে ফেরা মানে
মৃত্যু জড়িয়ে রাখা পায়ে পায়ে
ভালোবাসার শেষ তাঁরাটি
কবে কখন নিভে গেছে ঠিক মনে নেই
শেষ কথা কবেই হয়েছে শেষ
শেষ বৃষ্টিতে প্লাবন হয়েছে মনে
তোমাকে ছেড়ে আসা মানে
একটা ভয়াবহ যুদ্ধের সমাপ্তি।