বড় ইচ্ছে করছে রে খুকু তোর বুকে ঘুমিয়ে যেতে, আমাকে একটু ঘুম পাড়াবি?
এই দেখ তোর হাতের চেয়ে আমার হাত কত দীর্ঘ
তবু আমি রক্ষা করতে পারি না।
ঈশ্বরের চোখে ছানি পড়েছে।
তার জন্মান্ধ দর্পনে দেখা যায় না তোর মুখ।
মাঝে মাঝে ঈশ্বরের ফুসফুসে রক্তের পিপাসা ধরে।
তাকেও ক্ষমা করিস।
পদ্মফুলের মত কী ভীষণ ফুটেছিস তুই!
জলের আদরে