‘এসো ঝুমদিনে’ // দেব দুলাল গুহ

খুব করে যেই বৃষ্টি নামে,
নাচে আমার টিনের চালে,
ফোনের দিকে থাকি চেয়ে,
তোমার ফোনটি আসবে বলে।
.
তুমি একবার ফোনটি করে
আমার একটু খবর নিও,
বাদলা দিনের একাকিত্বে
পারলে একটা গান শুনিও।
.
তোমায় আমি বেড়াই খুঁজে
দূর আকাশের তারার মাঝে,
টিপটিপ-ঝুমবৃষ্টি মাঝে
সকাল দুপুর রাত্রি সাঁঝে।
.
আমি বারবার তোমায় ছোঁবো,
বৃষ্টি চুমেই সাধ মেটাবো।
দেখো ঠিকই পৌঁছে যাবো,
তোমার মনের রাজা হবো।

********

ভেসে ভেসে ঘুম মাখা মুখ

তিরস্কার ছুঁড়ে দিচ্ছে স্বার্থের দুনিয়ায়।

দুহাত ভরে মেখে নিতে ইচ্ছে করে ছোঁয়া।

বুকের ভেতরের হুহু হাওয়াটা

খুকুময় প্রশ্বাসে উড়িয়ে দিতে ইচ্ছে করে।

সংসারের অসার শিকলে বাধা পা

পেরুতে পারে না সীমান্তের সীমানা।

কপালে কালো সূর্যটা মা এঁকেছিল বুঝি ,

যেন নজর না লাগে?

         ————-