উড়াল বিষয়ক // মাজুল হাসান

১.

লোকটা পবিত্র আত্মার মতো পাখিটাকে ভালোবাসতো/

লোকটা শ্রম ও নিজেকে বিক্রি করে আকাশ কিনতো/

লোকটা আকাশ কিনতো যাতে পাখিটা উড়তে পারে স্বাধীন/

লোকটা একদিন পাখিটাকেই বিক্রি করে আকাশ কিনেছিল…

 

২.

প্রজাপতিটা স্বপ্ন দেখলো ও একটা মানুষ হয়ে গেছে/

এখন শরীরে কোনো বর্ণালি নাই। পরাগ-চুম্বক নাই।/

শুধু ৬ হাজার ৩শ ৫৬ দশমিক ৮ কিলোমিটার লম্বা/

দুই দিকে প্রসারিত দুইটা হাত। হারিকিরি, তলোয়ার..

  • ঢাকা