এখানে আকাশ খুব কাছে
মনেহয়, বাতাস খুবই মৃদুমন্দ
নদীর জল শান্ত
কুলকুল বয়ে যায় অতি ধীর।
এখানে প্রকৃতি কথা কয়
ফিসফিসিয়ে, কান পাতলেই
শোনা যায় অতিদূর
মোহময় জগতের ছন্দ ।
এখানে পাখিদের রাজত্ব
মিস্টি মিহি কন্ঠে তারা করে
গুনগুনানি জলের কোলে,
ঘুরে বেড়ায় ভীনদেশি হাঁসেদের
দল সখ্যতা করে রুপালি সোনালী
মাছেদের সাথে পানকৌড়ি কানিবক।
মাছরাঙাদের ভয়ে হাসের আড়ালে
গা ঢেকে চলে নিঃস্পাপ জলপরি।
এখানে জীবন স্বপ্নের মত
চোখ মেলে রাখে,
সবুজ ঘাসে বৃক্ষের প্রশ্বস্ত শাখায়।
অতিধীর বয়ে চলা জীবন
এখানে হয়ে যায় গতিহীন;
সময়ের দাবীতে যে জীবন অর্থহীন।
৩০.০৯.২০১৭
লাবোক টেক্সাস