আমি চাইনা হারাতে ঐ মেঘেরও ভিড়ে।
চাইনা ঝরাতে চোখ শ্রাবণের ঝড়ে।
আমি চাইনা হতে কারো রাগিনির সুর।
হারাতে চাইনা মন বেদনায় বিধুর।
এসো না ফিরাতে আমায় পুরনো সে টানে।
ফিরব না আর আমি সেই চেনা গানে।
ফেলে গেলে একা করে ভালবাসা ভুলে
ফিরাতে চেওনা আর ছলনার ছলে।
ফিরব না আর আমি হারানো সে নীড়ে।
থাকব নীরবে একা কষ্টের ভিরে।
ফিরব না আর আমি ফাগুনের বনে।
থাকুক সব মায়ামোহ পরে অকারণে।
আল আমিন আহমেদ, এথেন্স