আলোকের প্রস্তাবনা// বীরেন মুখার্জী

কালো সূর্য // পহেলী দে
May 3, 2018
যে জীবন শরনার্থীর! (আমার মায়ের স্মৃতির পাতা থেকে ১৯৭১) // সুজয় সরকার
May 4, 2018

আলোকের প্রস্তাবনা// বীরেন মুখার্জী

শাশ্বত রাত্রিকে শূন্যে ছুড়ে দিয়ে
জেগে থাকে প্রলোভনপ্রিয় অন্ধকার…

পথে পথে ঝিঁঝিঁদের গান টপকে
দূর পাহাড়ের চূড়ায় উঠলে, কেউ দেখতে পায় না
সমতলের বিষণ্ন গোলাপ, অথচ–
রাত্রির ধারণা নিয়েই যত তোলপাড়!

রাত্রির নির্জন শাখায়, আমিও বেঁধেছি কোরাস
অন্য কোনও পৃথিবীর সত্যে;
এ যোজনা মিথ্যের আকাশে উড়বে না কখনও–

অন্ধকার আমার ভয় করে না চারু
ভয় নেই দূরত্ব কিংবা প্রলোভনে, কেননা–
রাত্রির ভেতরই জেগে থাকে আলোকের প্রস্তাবনা

  •  ঢাকা