তোমার সাথে প্রণীত সময়ে,
রচিত হয়েছিল কাব্যের সুরে।
প্রণয় জড়িত গল্পের মাঝে,
ছিলে তুমি প্রেয়সী হয়ে।
শত শত স্বপ্নের ভীড়ে,
ঘুম জড়িত রাতের প্রহরে।
তোমাকে কল্পনায় মেখে,
যেতাম আমি অদূররে কোন স্বপ্নপূরীতে।
হাসিমাখা মুখের আদলে,
খুঁজে পেতাম তোমায় চাঁদের মাঝে।
রাত্রিও সাজতো অপরূপের রূপে,
খুশি হয়ে তারার দেশে।
জোনাকি হয়ে খুঁজতাম তোমায়,
আঁধার রাতের কোণায় কোণায়।
বৃষ্টির ফোটায়,এঁকেছি তোমায়,
কবিতায় গানরে সুর অজানায়।
স্বপ্ন নেই এখন, নেই কোন গল্প,
ভোরের শিশির বাঁধে না কোন কাব্য।
উড়ে না মন মেঘের ভেলায়,
মন মাতে না আর স্বপ্নের খেলায়।